• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯

সারা দেশ

১ম ধাপে শরীয়তপুরে ৩ জনের মনোনয়নপত্র বাতিল

  • ''
  • প্রকাশিত ১৭ এপ্রিল ২০২৪

শরীয়তপুর প্রতিনিধি:

৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিষদ ও নড়িয়া উপজেলা পরিষদেও নির্বাচনের মনোনয়নপত্র বাছাই পর্বে ভেদরগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহজালাল এর প্রয়োজনীয় কাগজপত্র ও জামানত না থাকায় ও বর্তমান ভাইস চেয়ারম্যান আঃ মান্নান বেপারীর ঋন খেলাপী থাকায় রিটানিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মান্নান এ দুইজনের মনোনয়নপত্র বাতিল করেছেন। এদিকে নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মামুন সিকদার এর স্টান্ডার্ড চার্টার ব্যাংকের ক্যাডিট কার্ডে ঋন থাকায় মনোনয়নপত্র বাতিল করেছেন।

তবে নড়িয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান একেএম ইসমাইল হক এর বিরুদ্ধে ২০১৪ সালের ১৫ মার্চ নড়িয়া থানার এফআইআর নং ৮,৯ ও ১০ সহ তিনটি মামলার আসামী ছিলেন।তিনি তার হলফনামায় উক্ত মামলার বিবরন উল্লেখ না করে তথ্য গোপন করেছেন । শরীয়তপুর কোর্ট ইনসপেক্টর মোঃ আলমগীর হোসেন মনোনয়নপত্র বাছাইকালে স্বশরীরে উপস্থিত হয়ে আপত্তি জানানোর পরে ও রিটানিং কর্মকর্তা তা আমলে না নিয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছেন । এ নিয়ে অন্যান্য প্রার্থীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।অন্যান্য প্রার্থীরা জেলা প্রশাসকের নিকট উক্ত মনোনয়নপত্র বাতিলের জন্য আপিল করার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা ভেদরগঞ্জ ও নড়িয়া মোঃ আঃ মানানান বলেন, মনোনয়নপত্র বাছাইকালে পুলিশ কর্মকর্তা অভিযোগ তুলে ধরলে ও স্বাক্ষরিত কোন ডকুমেন্ট দেখাতে পারেনি বলে আমি মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছি। তবে এ বিষয়ে আপিল করার সুযোগ রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads